ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪

এবার ঈদের দিন বৃষ্টিনয় , থাকবে ভ্যাপসা গরম

রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আগামীকাল সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


তবে ঈদের সম্ভাব্য দিন বুধবার ও পরদিন বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি জানান, এবার ঈদের দিন বৃষ্টি থাকবে না, বরং ভ্যাপসা গরম থাকবে।তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রাও থাকবে স্বাভাবিক। তবে দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে বলেও জানান তিনি।


আবহাওয়া অফিস জানায়, আগামী বুধবারও সারা দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতে সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ads

Our Facebook Page